SBI ব্যাংকের কর্মী সেজে কোন্নগড় মনসাতলার এক গৃহবধূকে ফোন করে বলেন, আপনার এটিএম কার্ড টা ব্যাংকে ফেলে গেছেন আপনার এই এটিএম কার্ডের পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেছে তাই আপনাকে নতুন একটা পাসওয়ার্ড নাম্বার দিচ্ছি ।আপনি লিখুন, কিছুক্ষন পর আবার ফোন করে বলে আপনার আগের পাসওয়ার্ড নাম্বার টা বলুন তো। গৃহবধূ কিছু বুঝে ওঠার আগেই নাম্বার টা বলে দেয় আর সঙ্গে সঙ্গে 25 হাজার টাকা তুলে নেয় প্রতারক।
এটিএম প্রতারণার স্বীকার এক গৃহবধূ
শনিবার,১৭/১১/২০১৮
644
বাংলা এক্সপ্রেস---