বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত এক আহত আরও চার


শনিবার,১৭/১১/২০১৮
455

বাংলা এক্সপ্রেস---

ডোমকলঃ ডোমকলে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত এক আহত আরও চার। মৃতের নাম মনিরুল মন্ডল(৩০)। ঘটনাটি ঘটেছে ডোমকল থানার ঘোড়ামারা এলাকায়। সূত্রের খবর বৃহস্পতিবার রাত্রে ঘোড়ামারা মাঠের দিক থেকে বোমা ফাটার আওয়াজ পাওয়া যায়। তারপর স্থানীয়রা মাঠে গিয়ে অন্ধকারে বোমা ফাটার প্রমান দেখতে পেলেও আহত বা নিহতদের কোন খোঁজ পায়নি। অনেক খোঁজাখুঁজির পরে রাত্রি ২টো নাগাদ বোমার আঘাতে মৃত মনিরুলের দেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসে।

পরিবারের লোকেদের অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত মনিরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল সাদিকুল মন্ডল, বাবু সেখ, গজনি সেখ সহ আরও দুইজন। তারাই মনিরুলকে মেরে মাঠে ফেলে রেখেছে। পরিবারের লোক বোমা বাঁধার কথা স্বীকার না করলেও পুলিস সূত্রে জানা গিয়েছে বোমা বাঁধতে গিয়েই মনিরুলের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের বক্তব্য বোমা বাঁধার কাজের সঙ্গে তৃনমূলের কর্মীদের যোগ সূত্র আছে। তারা আরও বলেন প্রমান লোপাটের জন্য আহতদের গোপনে কোথায় চিকিৎসা চলছে। শুক্রবার সকালে ডোমকল থানার পুলিস খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। তবে আহতের সংখ্যা পুলিস সঠিক ভাবে কিছু বলতে পারছে না। পুলিস মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট