বাংলার পর্যটনের উন্নয়নে একাধিক কাজ চলছে, উইক-এন্ড পর্যটন মেলার উদ্বোধনে জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব


শুক্রবার,১৬/১১/২০১৮
672

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: ভ্রমণপিপাসু বাঙালি সপ্তাহান্তে বেড়িয়ে পড়তে চান কোথাও না কোথাও। আর এইসব পর্যটকদের বেড়ানোর দিশা দিতে শুরু হল তিন দিনের Weekend wonders. পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এই পর্যটন মেলার সূচনা করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। বেঙ্গল চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত এই পর্যটন মেলার এবছরের থিম পুরুলিয়া। কাছে-দূরে বেড়ানোর দিশা দিতে মেলায় অংশ নিয়েছে বহু ট্যুর ও ট্রাভেলস সংস্থা।

পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, বাংলায় পাহাড়, পর্বত, জঙ্গল, সমুদ্র, ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থান সবই রয়েছে। রয়েছে বাংলার বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি। রাজ্য সরকার এগুলোকেই প্রমোট করছে। পর্যটন কেন্দ্রগুলি সাজিয়ে তোলা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন, বেঙ্গল চেম্বারের সভাপতি ইন্দ্রজিৎ সেন, মেয়র পারিষদ দেবাশীষ কুমার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পুরুলিয়ার ছৌ শিল্পীরা ছৌ নাচ পরিবেশন করেন অনুষ্ঠানে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট