আট দিন ধরে বিদ্যুতহীন গ্রাম, চরম সমস্যায় গ্রামবাসী


শুক্রবার,১৬/১১/২০১৮
459

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার বাঁধগোড়া গ্রাম পঞ্চাযেতের হদহদি গ্রামে ৮ দিন বিদ্যুৎহীন অবস্হায় পড়ে রয়েছে প্রায় ৮০ টি পরিবার। কোন হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। বারবার বলা সত্বেও কোন সুরাহা হচ্ছেনা। ৯ নভেম্বর বাঁধগোড়া গ্রাম পঞ্চাযেতের হদহদি গ্রামে ট্রান্সফরমারে নষ্ট হয়ে জায়। ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন হদহদি গ্রামের বাসিন্দারা। বিদ্যুৎ দপ্তরে বার বার জানানো সত্যেও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের।

এলাকাটি হাতি উপদ্রুত হওয়ার জন্য ভয়ে ভয়ে দিন কাটছে তাদের। রাতের অন্ধকারে হঠাৎ দাঁতাল, বাড়ির উঠোনে চলে আসতে পারে। গ্রামবাসীদের পানীয় জলের জন্য এক কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে মহিলাদের। স্কুল পড়ুয়ারা রাত্রে পড়াশুনা করতে পারছে না। স্কুল গুলিতে টেষ্ট পরীক্ষা চলছে আর অন্ধকারী পড়াশুনা করতে হচ্ছে ছাত্র ছাত্রীদের। গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি জুনিযার হাইস্কুল রয়েছে, স্কুলের মিড ডে মিলের রান্নার জন্য জল এর অসুবিধা হচ্ছে কারেন্ট নেই বলে। কবে যে সুরাহা হবে তা জানেন না কেউই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট