কেমিক্যাল, ডিটারজেন্ট মিশিয়ে ভেজাল দুধের কারবার, ধরা পড়ল এমনই একটি চক্র


শুক্রবার,১৬/১১/২০১৮
663

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: অর্থের লোভে সব মানবিকতার জলাঞ্জলি। কিছু অসাধু ব্যাবসায়ীর মুনাফার লোভে কঁচি দুধের শিশুর পেটেও যাচ্ছে ভেজাল দুধ। বহু ধরপাকড়, হুঁশিয়ারির পরও বন্ধ হয়নি ভেজাল দুধের কারবার। বিভিন্ন কেমিক্যাল, ডিটারজেন্ট মিশিয়ে লিটার লিটার ভেজাল দুধ তৈরী করে তা সরবরাহ হচ্ছে সাধারণ মানুষের ঘরে ঘরে। না জেনে সেই দুধ পান করে কঠিন অসুখের মুখে পড়তে হচ্ছে মানুষকে। তেমনই এক অসাধু চক্র ধরা পড়ল পুলিশের জালে। ভেজাল দুধ তৈরীর অভিযোগে তিনজনকে গ্রেফতার করল মুচিপাড়া থানা।

গোপন সূত্রে খবর পেয়ে 157, বৈঠকখানা রোডের একটি বাড়ী থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। যারা গ্রেফতার হয়েছে তারা হল ধর্মেন্দ্র রায়(34), ধর্মেন্দ্র রায়(32) আর বিন্দেশওয়াড়ি রায়(53)। এরা বামাল সমেত ওই ঠিকানা থেকে ধরা পড়ে। এরা নকল তরল দুধ বানাচ্ছিল। এদের কাছ থেকে 321 লিটার তরল দুধ, পাচ কেজি ডিটারজেন্ট ও কেমিকেল, বাইশ কেজি এরারুট,এগারো কেজি মিল্ক পাউডার এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে । যার মূল্য ত্রিশ হাজার টাকা। আগামীকাল এদের কোর্টে তোলা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট