কলকাতা: ভারত ও কেনিয়ার মধ্যে ব্যাবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশেষ উদ্যোগী হল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার দু’দেশের ব্যাবসা- বানিজ্যের ভবিষ্যৎ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল এমসিসিআই-এর কনফারেন্স হলে। আলোচনায় অংশ নিয়েছিলেন ভারতে নিযুক্ত কেনিয়ার রাষ্ট্রদূত Mr. Willy K. Bett এবং কলকাতায় নিযুক্ত কেনিয়ার কনসাল প্রণয় পোদ্দার। এমসিসিআই-এর সভাপতি Vishal Jhajharia বলেন, কেনিয়ায় ভারতের শিল্প ভবিষ্যৎ উজ্বল। ভারতীয় প্রডাক্ট কেনিয়াবাসীর খুবই পছন্দের।
ভারত – কেনিয়া ব্যাবসায়িক সম্পর্ক সুদৃঢ় করতে উদ্যোগ এমসিসি-র
বৃহস্পতিবার,১৫/১১/২০১৮
749
বাংলা এক্সপ্রেস---