মাওবাদী প্রচারক অভিযোগে জঙ্গল মহল থেকে গ্রেপ্তার চার


বুধবার,১৪/১১/২০১৮
499

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: নির্দিষ্ট  সূত্রের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার রাতে জঙ্গলঘেরা একটি মাঠ থেকে গ্রেপ্তার হওয়া এই চারজন কলকাতা , উত্তর ২৪পরগনা ও বীরভূমের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু মাওবাদী পত্র পত্রিকা ।

জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ধৃতরা উক্ত থানার মাকলি গ্রামপঞ্চায়েত এলাকার  কানজি মাকলি ফুটবল মাঠে অবস্থান করছিল। এত রাতে ঠিক কি করছিল তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি এও দেখা হচ্ছে যে এদের সঙ্গে মাওবাদী যোগসূত্র রয়েছে কিনা। ধৃতদের মধ্যে সব্যসাচী গোস্বামী ও সঞ্জীব মজুমদার ব্যারাকপুর এলাকার বাসিন্দা , অর্কদ্বীপ গোস্বামী কলকাতার পর্ণশ্রী এবং টিপু সুলতান বীরভূমের শান্তিনিকেতনের বাসিন্দা।

উল্লেখ্য রাজ্য গোয়েন্দা দপ্তর এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনীর পক্ষ থেকে ইদনিং কালে দাবী করা হচ্ছিল যে , জঙ্গলে আবার সক্রিয় হচ্ছে মাওবাদীরা। এই গ্রেপ্তার সেই দাবীকে পুষ্ট করছে কিনা সেটাই এখন দেখার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট