“শুধু যীশু র পারফরম্যান্সের জন্যই এক যে ছিল রাজা দেখা যায়”


বুধবার,১৪/১১/২০১৮
661

বাংলা এক্সপ্রেস---

“শুধু যীশু র পারফরম্যান্সের জন্যই এক যে ছিল রাজা দেখা যায়!” বললেন পরিচালক সৃজিত মুখার্জী। এই মুহুর্তে বাংলা চলচিত্র জগতে আলোচনার কেন্দ্রবিন্দু এই সিনেমাটি। দর্শকদের কাছে থেকে দারুন সাড়া পেয়েছেন এক যে ছিল রাজার ইউনিট। সব মিলিয়ে পুজোর সমস্ত বড় বাজেটের ছবি গুলির মধ্যে এই ছবি নজর কেড়েছে দর্শকদের।

যীশু সেন গুপ্তের অভিনয়ের জন্য এই সিনেমাটি দেখতে যাওয়া উচিত বলে মনে করেন পরিচালক। বাংলা ছায়াছবি এখনো গল্পের নানা প্লট রয়েছে সেগুলির সন্ধান পাওয়া গেছে এই সিনেমায়। আইনক্সে ইতিমধ্যে উইকেন্ডে ভিড় জমিয়েছেন সিনেমাপ্রেমীরা। সব মিলিয়ে পরিচালক আশাবাদী এই সিনেমা আরো অনেক সপ্তাহ চলবে সিনেমা হলে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট