সুপ্রিম কোর্টের গাইড লাইন অগ্রাহ্য করা হয়েছে মহারাষ্ট্রে “মানুষ খেকো বাঘ” অবনী হত্যায়, অভিযোগ পশুপ্রেমীদের


রবিবার,১১/১১/২০১৮
772

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: সুপ্রিম কোর্টের গাইড লাইন মানা হয়নি অবনী হত্যার সময়। এই অভিযোগ তুলে রবিবার গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করল শহরের পশুপ্রমীরা। বাঘটিকে নৃশংস ভাবে মারা হয়েছে বলে অভিযোগ তাদের। অবনী হত্যায় মানা হয়নি সুপ্রিম কোর্টের গাইড লাইন। আর এই অভিযোগ তুলে সোচ্চার গোটা শহর। রবিবারের বিকেলে শহরের বিভিন্ন প্রান্তে পথে নামলেন কয়েক হাজার পশুপ্রেমী।

এদিন গড়িয়াহাট মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত এই বাঘ হত্যার সঠিক বিচার চেয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত করে বিভিন্ন পশুপ্রমী সংগঠন। পশুপ্রমী প্রিয়া দত্ত দাবি করেন, মানুষ ঘাতক বাঘটিকে অজ্ঞান করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তা করা হয়নি। সরাসরি গুলি করে হত্যা করা হয়। এই বাঘ হত্যার প্রতিবাদে লাগাতার লড়াই আন্দোলন চলবে বলে এদিন জানিয়ে দেন ওই পশুপ্রেমী।

উল্লেখ্য, নভেম্বরের প্রথম সপ্তাহে মহারাষ্টে সুপ্রিম কোর্টের নির্দেশে অবনী নামে একটি বাঘকে হত্যা করা হয়। ওই বাঘের দুটি শিশু সন্তান কোথায় আছে এবং কি অবস্থায় আছে তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন পশুপ্রেমীরারা। বাঘটি দশ দিন না খেয়ে ছিল বলেও এদিন অভিযোগ তোলা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট