লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় ইভিএম পরিক্ষা করার কাজ শুরু করেছে জেলা প্রশাসন


শনিবার,১০/১১/২০১৮
391

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: নির্বাচনের সময় ভোট কর্মীদের যাতে কোনও অসুবিধায় না পড়তে হয়। তার জন্য লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় ইভিএম পরিক্ষা করার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এদিন শনিবার ঝাড়্গ্রাম জেলা শাসক অফিসের সিধুকানু হলে ইভিএম পরিক্ষার কাজ শুরু হয়েছে। কোনও ইভিএম খারাপ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিন এভিএম পরিক্ষা করার আগে গোটা জেলা শাসকের অফিস চত্বরকে কড়া নিরাপত্তার বলয় মুড়া ফেলা হয়েছে। প্রশাসন সুত্রে জানা গিয়েছে প্রত্যেকটা ইভিএমে ভোট পোল করে দেখা হচ্ছে ঠিকঠাক ভাবে পোল হচ্ছে কি না। কোনও রকম সন্দেহ হলে সেই মেশিনটিকে খুলে পরিক্ষা নিরিক্ষা করা হচ্ছে।

জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে ঝাড়্গ্রাম জেলায় মোট চৌদ্দশোর বেশি মেশিনের প্রথমিক ভাবে পরিক্ষার কাজ চলছে। এদিন ইভিএম মেশিন পরিক্ষা করার সময় উপস্থিত ছিলেন, ঝাড়্গ্রামের জেলা শাসক আয়েশা রানী, ঝাড়্গ্রামের মহকুমা শাসক সুবর্ণ রায়, এডিএম জেলা পরিষদ এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট