ফরাক্কায় গঙ্গার জলে ডুবে নিখোঁজ


শনিবার,১০/১১/২০১৮
492

বাংলা এক্সপ্রেস---

ফরাক্কাঃ ফরাক্কায় গঙ্গার জলে ডুবে নিখোঁজ নবম শ্রেনীর এক ছাত্র। নিখোঁজ যুবকের নাম অনুরাগ কুমার(১৫)। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ফরাক্কার গান্ধীঘাটে। এদিন সকালে ছট পূজা উপলক্ষে ফরাক্কার গান্ধীঘাটের গঙ্গায় স্নান করতে এসেজলে ডুবে যায় এক নবম শ্রেনীর ছাত্র। নিখোঁজ যুবকের বাড়ি মালদা জেলার মহানন্দাপল্লী এলাকায়।

নিখোঁজ যুবক অনুরাগ স্নান করতে নামে মা ও দাদার সঙ্গে। হঠাৎ গঙ্গায় তলিয়ে যায় অনুরাগ। অনুরাগ তলিয়ে যাচ্ছে দেখে তার দাদা তাকে বাঁচাতে গেলে সেও তলিয়ে যেতে লাগে। মা বড় ছেলেকে বাঁচাতে পারলেও অনুরাগকে বাঁচাতে পারেনি। ঘটনাস্থলে সিআইএসএফ ও ফরাক্কা থানার পুলিশ জাল ফেলে খোঁজার চেষ্টা করছে। উদ্ধারকারী টিমকে খবর পাঠানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট