পশ্চিম মেদিনীপুর: চাঁদড়া রেঞ্জের গুড়গুড়িপাল, এনায়েতপুর, পলাশিয়া সহ একাধিক জায়গায় তান্ডব চালাচ্ছে 40-50 টির একটি হাতির দল। এলাকায় ফসল ক্ষতির পাশাপাশি গুড়গুড়িপাল ইকো পার্কে ভাঙচুর চালায় ঐ দলটি। পূজোর সময় পূজো উদ্যোক্তাদের মাথায় হাত। পূজোতে অনুষ্ঠানে এলাকার মানুষ হাতির ভয়ে আসতে না পারায় অনুষ্ঠান ও মেলা জমে উঠছে না। বনদপ্তর হাতিগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
হাতির তান্ডব গুড়গুড়িপাল ইকো পার্কে
বৃহস্পতিবার,০৮/১১/২০১৮
531
বাংলা এক্সপ্রেস---