দৌলতাবাদঃ গভীর রাতে আগুন লেগে ভষ্মিভূত হলো দুটি ঘর। ঘটনাটি ঘটেছে দৌলতাবাদের ছুটিপুর এলাকায়। মঙ্গলবার রাত্রি বারোটা নাগাদ ঘরে আগুন লেগে ভষ্মিভূত হয়ে যায়। জমির দলিল, যাবতীয় আসবাবপত্র সহ ৪টি ছাগল ও কিছু মুরগিও আগুনে পুড়ে মারা যায়। আগুন লাগার পর ঘর থেকে বৃদ্ধা মহিলা ও তার নাতনি কোন ক্রমে বেরিয়ে এলেও উদ্ধার করতে পারেনি কোন সামগ্রী। বই খাতা জামাকাপড় বিছানা কাঁথা সহ দুটি ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে।
এ বাড়িতে বসবাস করত কোহিনুর বিবি ও তার নাতনি রিমা খাতুন দরিদ্র পরিবারে এখন নেমে এসেছে শুধু শোকের ছায়া। গভীর রাতে আগুন লাগার কারণে এলাকার মানুষের সহযোগিতা পেতেও অনেক দেরি হয় যে কারণে তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার উপরে বলে অনুমান করছে এলাকাবাসী। কিভাবে আগুন লাগল সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।