আলোর উৎসবে মেতে উঠেছে সবাই। মেতেছে কচিকাচারা। তবে এই উৎসবে শব্দ বাজির মাত্রা আবার লাগামছাড়া। দীপাবলি আগে বেশ কড়া নিরাপত্তা ছিল শব্দনিয়ে। তবে সেই সকল বিধিনিষেধ উপেক্ষা করে চলছে শব্দ বাজির তান্ডব। শুধু তাই নয়, রাত বাড়ার সাথে সাথে বেড়েই চলেছে শব্দ বাজির মাত্রা। যা পরিবেশের পক্ষে ক্ষতিকর। তবে অন্যবারের তুলনায় এই বছর শব্দ তান্ডব কমেছে অনেকখানি। কিন্তু শহরতলি কিছু এলাকায় রাত বাড়ার সাথে সাথে বেড়েছে শব্দ বাজির তান্ডব।
জব্দ হল না শব্দ
বুধবার,০৭/১১/২০১৮
647
বাংলা এক্সপ্রেস---