পোলেরহাট সার্বজনীন এর কালীপূজা


বুধবার,০৭/১১/২০১৮
474

বাংলা এক্সপ্রেস---

শহরজুড়ে নানা জায়গায় আজ ধুম ধাম এর সাথে পালিত হচ্ছে কালীপূজা। জেলা থেকে শহর একি ছবি। আলোর রোশনাই সেজে উঠেছে বিশ্ব। রাত হয়ে উঠেছে আরো বর্নময়। এই বছর পোলের হাট সার্বজনীন এর কালীপূজা ধুমধামের সাথে পালিত হচ্ছে।মন্ডপে ফুটে উঠেছে দক্ষিনেস্বর মন্দিরের আদলে এক চিত্র।

শিল্পীর অসাধারণ চিত্র শৈল্পিক ফুটে উঠেছে মন্দির চত্বরে। এলাকার অন্যতম প্রাচীনতম পূজা এটি। বহু মানুষ এদিন এসেছেন পূজা দিতে। শুধু তাই নয় রাত জেগে চলে পূজার নানান আচার অনুস্টান। সব মিলিয়ে এক বর্নময় উপস্থাপনা পোলেরহাটে। সন্ধ্যাথেকেই ভক্তদের সমাগম মন্দির চত্বরে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট