কলকাতাতেই রয়েছে প্রাচীন কালী মন্দির , কালী নামেই জড়িয়ে রয়েছে কলকাতার ইতিহাস


মঙ্গলবার,০৬/১১/২০১৮
1587

বাংলা এক্সপ্রেস ---

শহর কলকাতার বুকেই রয়েছে নানান প্রাচীন কালী মন্দির। শহর কলকাতার আনাচে কানাচে রয়েছে নানান কালী মন্দির। শুধু তাই নয় কালী নামেই জড়িয়ে রয়েছে নানান ইতিহাস, সব মিলিয়ে শহর কলকাতার বিভিন্ন জায়গা যদি আমরা লক্ষ্য করি তাহলে সব থেকে বেশী কালী মন্দির আমরা দেখতে পাই। একটি তথ্যসুত্র থেকে জানা যাই যে এই কালী থেকেই এই শহরের নাম কলকাতা। কলকাতার সবচেয়ে বিখ্যাত কালীমন্দিরটি হল কালীঘাট মন্দির। এটি একটি সতীপীঠ।

এছাড়া দক্ষিণেশ্বর কালীবাড়ি, আদ্যাপীঠ, ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি ইত্যাদি কলকাতা অঞ্চলের বিখ্যাত কয়েকটি কালী মন্দির। এছাড়া লালনার সিদ্ধেশ্বরী কালীবাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনার ময়দা কালীবাড়ি, উত্তর চব্বিশ পরগনার হালিশহরের রামপ্রসাদী কালী মন্দির ইত্যাদি পশ্চিমবঙ্গের বিখ্যাত কয়েকটি কালীমন্দির।কালীঘাটের কালীর প্রতিমূর্তি; দেবী লোলজিহ্বা, চতুর্ভূজা ও নকুলেশ্বর নামের শিবের উপরে স্থিত। মূল মূর্তির জিভটি আরও দীর্ঘ ও স্বর্ণনির্মিত। কলকাতার বুকে এই কালীপূজা নিয়েই রয়েছে নানান ইতিহাস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট