পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনে আবাসিকদের উদ্যোগে এবার ৫০ বছর অতিক্রান্ত করছে কালীপুজো l কালী পূজা উপলক্ষে পুলিশ লাইনে আয়োজন করা হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের l পুলিশলাইনের কালীপুজোর উদ্বোধন করেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া l পুজো কমিটির সদস্য আলতাফ আলী শাহ ও প্রভাত পড়িয়া জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও জাঁকজমক করেই উৎসব পালিত হচ্ছে l আগামীকাল সকাল দশটায় অন্নকূট অনুষ্ঠান হবে l আবাসিকরা সকলেই উপস্থিত থাকবেন অনুষ্ঠানে l
মেদিনীপুর পুলিশ লাইনে ৫০ বছরের পুজো
মঙ্গলবার,০৬/১১/২০১৮
569
বাংলা এক্সপ্রেস ---