আলোর উৎসব শহর জুড়ে। দীপাবলির আলোয় সেজে উঠেছে গোটা বাংলা। দশাশ্বমেধ ঘাটে চলছে আরতি। সাথে কালীপূজা, বাঙালির প্রানের আলোর উৎসবে মাতোয়ারা গোঁটা বাংলা। বিভিন্ন মন্দির গুলিতে ইতোমধ্যে ভিড় জমিয়েছেনে দর্শনার্থিরা। কালীপূজা নিয়ে রয়েছে নানা ইতিহাস। আলোর উৎসবের প্রস্তুতি তুঙ্গে। কলকাতার দক্ষিনেশ্বর মন্দিরে রয়েছে এই মুহুর্তে আঁটো সাট নিরাপত্তা। সেজে উঠেছে রাজপথ ,শুধু তাই নয় নানান রঙের আলোয় সেজে উঠছে নানান মন্দির। কলকাতার ভিভিন্ন প্রান্তে নানান আলোক সজ্জায় সজ্জিত হয়েছে তিলোত্তমা । রাত পোহালেই শুরু শক্তির আরাধনা।
আলোর উৎসবে ভাসছে বাংলা
সোমবার,০৫/১১/২০১৮
1206
বাংলা এক্সপ্রেস---