রঘুনাথগঞ্জঃ প্রায় লক্ষাধিক টাকার অবৈধ শব্দ বাজি উদ্ধার সহ গ্রেপ্তার দুই। শুক্রবার রাত্রে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, ১২টি দোকানে তল্লাসি চালিয়ে প্রায় ১ লাখ টাকার অবৈধ শব্দ বাজি উদ্ধার করল। অবৈধ শব্দ বাজি বিক্রির অভিযোগে দরবেশপাড়া এলাকার বাসিন্দা জয়ন্ত ঘোষ এবং জোতকমল এলাকার বাসিন্দা বিল্টু পাল নামে ২ জনকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিস।
প্রায় লক্ষাধিক টাকার অবৈধ শব্দ বাজি উদ্ধার
রবিবার,০৪/১১/২০১৮
641
বাংলা এক্সপ্রেস---