তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল


রবিবার,০৪/১১/২০১৮
424

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলার জয়পুর থানার সেওড়াবেড়িয় মোড় থেকে থলিয়া প্রর্যন্ত তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে বিজেপি পরিচালিত অসাম রাজ‍্যে বাঙালি খেদাও , বাঙালি নিধন পরিকল্পনা মাফিক ভারতথেকে খেদাও করার চক্রান্ত করছে বিজেপি এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল।

আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের নেতা, যুব নেতৃত্ব, জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও হাওড়া জিলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ রমেশ চন্দ্র পাল ও জিলা পরিষদের সদস্য প্রশান্ত মণ্ডল , জেলা নেতা অশোক ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট