কলকাতা: রোজভ্যালি কান্ডে আবারও নড়েচরে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবসায়ী সুদীপ্ত রায় চৌধুরীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রোজভ্যালি কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানাগিয়েছে। তার বিরুদ্ধে প্রচুর বেনামি সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে। রোজভেলি এবং অন্যান্য চিট ফান্ড থেকে পাওয়া অর্থ বেনামী ব্যবসায় লাগিয়েছেন বলে অভিযোগ সুদীপ্তর বিরুদ্ধে। তার বিরুদ্ধে আরও অভিযোগ, প্রভাবশালীকে সেটিং করার নাম করে বাজার থেকে টাকা তোলা এবং সেই টাকা বেনামী ব্যবসায় খাটানো। রোজভ্যালির অর্থ খুঁজে পেতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সূত্রের খবর।
রোজভ্যালি কান্ডে গ্রেফতার সুদীপ্ত রায়
রবিবার,০৪/১১/২০১৮
731
বাংলা এক্সপ্রেস---