রক্তাক্ত শালবনীর তৃনমূলের পতাকা বাহক প্রফুল্ল গাঁতই


বৃহস্পতিবার,০১/১১/২০১৮
447

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: সুশাসনের দিশা দেখানোর গল্প গিয়ে, আচ্ছে দিনের কথা বলে ক্ষমতার কাছাকাছি আসতে চাওয়া বিজেপি যে কতটা ভয়ংকর হতে পারে আগামীতে, তার এক নগ্ন রূপ দেখালো আজ শালবনীতে। সিপিএমের আমলে বরাকুলি গ্রামে হার্মাদদের অত্যাচারের পরেও বিরোধী রাজনীতি করে আসা প্রফুল্ল গাঁতই, সেই সময় থেকেই তৃনমূলের পতাকা নিয়ে সামনের সারিতে হাঁটেন। আজও তিনি তার সাইকেল নিয়ে সারাদিন গ্রামে গ্রামে ঘুরে তৃনমূলের দলগত কাজ করেন। আজ তিনি অন্ধকারের মধ্যে একলা বাড়ি ফেরার সময় বিজেপির হার্মাদ নেতা সুপ্রিয় ভট্টাচার্য এর নেতৃত্বে আক্রান্ত হোন।

রক্তাক্ত অবস্থায় এই প্রায় আশি বছরের ভদ্রলোক পাড়ায় পৌঁছালে তাকে চিকিৎসার জন্য শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সুপ্রিয় ভট্টাচার্য শালবনীর ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্কমিত্র, শালবনী ব্লক তৃনমূল সভাপতি নেপাল সিংহ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, এটা রাজনৈতিক দেউলিয়া বিজেপির আসল রূপ। তারা হার্মাদদের রাতের অন্ধকারে দল বদল করে বিজেপির নেতৃত্বে এনেছেন, যারা কখনও হাসপাতালে মদের আসর ও ঝামেলা করছে এবং কখনও তৃনমূল কর্মীদের উপর রাতের অন্ধকারে আক্রমণ করছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট