বালুরঘাট সুপার স্পেসালিটি হাসপাতালের চক্ষু বিভাগে চালু হলো ফেকো সার্জারি


বৃহস্পতিবার,০১/১১/২০১৮
487

বাংলা এক্সপ্রেস---

সুপার স্পেসালিটি হাসপাতাল” এই নামের সাথে সামঞ্জস্য রেখে আজ থেকে বালুরঘাট সুপার স্পেসালিটি হাসপাতালের চক্ষু বিভাগে চালু হলো ফেকো সার্জারি। এত দিন দক্ষিন দিনাজপুর জেলার মানুষকে  যেখানে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করে এই অপারেশনের হতো জেলা বা ছুটতে হতো দুরের জেলায়। সেখানে এবারে এই অপারেশনের জন্য একদিকে যেমন আর বাইরের জেলায় ছুটতে হবে না জেলার মানুষকে। তেমনি একদম বিনে পয়সায় এখন থেকে এই অপারেশনের মধ্যমে পরিষেবা তারা পাবেন। যা জেলা বাসির কাছে হাসপাতাল মারফ্ত চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এক আলাদা মাত্রা যোগ করলো।

এই  হাসপাতাল উদবোধনের পর থেকেই এই হাসপাতালের বিভিন্ন বিভাগকে ঢেলে সাজানোর কাজ মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী ইতিমধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাতে জেলার মানুষকে চিকিৎসার প্রয়োজনে বাইরের জেলায় ছুটতে না হয় এই হাসপাতালের চক্ষু বিভাগে প্রায় ২০ লক্ষ টাকা ব্যায়ে এই অত্যাধুনিক ফেকো ইমালশিফিকেশন  সারজারী মেশিন বসানো হয়েছে। যাতে জেলার চক্ষু রোগীরা বিনে পয়সায়  অত্যাধুনিক অপারেশন যন্ত্রের মধ্যমে এই রোগের অপারেশন করিয়ে আবার পুর্বের ন্যায় দৃষ্টি শক্তি তে ফিরে যেতে পারেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট