কলকাতা: রাফায়েল ইস্যুতে গোটা দেশ তোলপাড়। তেড়েফুঁড়ে প্রতিবাদে নেমেছে ভারতের জাতীয় কংগ্রেস। দেশের অন্যান্য বিরোধী দলগুলিও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার এই ইস্যুতে। পশ্চিমবঙ্গেও কংগ্রেস ও বামেরা পৃথক পৃথক ভাবে প্রতিবাদে সরব হয়েছে। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বুধবার প্রশ্ন তুললেন, দেশের সব বিরোধী দল যখন দুর্ণীতির প্রশ্নে রাফালে ইস্যুতে সোচ্চার তখন তৃণমূল কংগ্রেস নীরব কেন? বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাম পরিষদীয় দলনেতা জানান, সাম্প্রদায়িকতার প্রশ্নে, দুর্ণীতির প্রশ্নে কংগ্রেসের সঙ্গে যৌথ ভাবে আন্দোলনে যেতেও তাদের আপত্তি নেই।
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র মঙ্গলবার জানান, বামেদের সঙ্গে জোটে যেতে তাঁর আপত্তি নেই। পর দিনই বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী স্পষ্ট করলেন শীঘ্রই যৌথ আন্দোলনে দেখা যাবে এই দুই দলকে। লোকসভা ভোটের আগে বাম ও কংগ্রেসের এই অবস্থান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের। মুখ্যমন্ত্রীকে চিঠিঃ প্রাথমিক শিক্ষকরা বঞ্চনার শিকার হচ্ছেন তাদের বেতন কাঠামোয়। শিক্ষাগত যোগ্যতা বাড়ানো হলেও বেতন কাঠামো বাড়ানো হয়নি বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন সুজন চক্রবর্তী।