রাজ‍্যস্তরের গণিত পরীক্ষায় সাফল্য অর্চিষ্মানের


মঙ্গলবার,৩০/১০/২০১৮
552

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুরঃ কলকাতার গণিত শিক্ষা বীক্ষণ কেন্দ্র সেন্টার ফর পেডাগোগিক‍্যাল স্টাডিজ ইন ম‍্যাথামেটিক্স তাদের ২০১৮ সালের তাদের ভগবান চন্দ্র দে স্মৃতি পুরস্কারের পেল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে অবস্থিত সেন্ট অ‍্যাগনেস স্কুলের ছাত্র অর্চিষ্মান নন্দী। পশ্চিমবঙ্গ রাজ্য ভিত্তিক গণিতের কৃতিত্ব ও দুর্বলতা নির্ণায়ক পরীক্ষা অ‍্যাচিভমেন্ট ডায়গোনেষ্টিক টেষ্ট ইন ম‍্যাথামেটিক্স-এ ধারাবাহিক অংশগ্রহণ এবং রাজ‍্যস্তরে কৃতিত্বের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

অর্চিষ্মান ২০১৫,২০১৬,২০১৭ সালের এডিটিএম পরীক্ষায় রাজ‍্যস্তরে যথাক্রমে তৃতীয়, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে এবং সর্বোচ্চ গ্রেড ‘এ ডবল প্লাস’ অর্জন করে। এই ধারাবাহিকতার কারণে অর্চিষ্মান এই পুরস্কারের জন্য মনোনীত হয়। সম্প্রতি সংস্থার কলকাতা সম্মিলনী রোডে অবস্থিত অফিসে অর্চিষ্মানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অর্চিষ্মানের সাফল্যে যেমন খুশি অর্চিষ্মানের বাবা-মা সহ গোটা পরিবার তেমনি খুশি অর্চিষ্মানের বিদ‍্যালয় কর্তৃপক্ষ। অর্চিষ্মানের বাবা মিঠুন নন্দী জানান, এই পুরস্কার অর্চিষ্মানকে আগামী দিনে আরো ভালো ফল করতে উৎসাহিত করবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট