জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকির পারাপার


মঙ্গলবার,৩০/১০/২০১৮
502

সাদ্দাম হোসেন মিদ্দে---

ভাঙড়: বাগজোলা খালের উপর ভাঙড়ের কাঠজ্বালা-মানিকতলা কাঠের সেতুটি অত্যন্ত দূর্বল হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়েই পারাপারে বাধ্য হচ্ছে বেশ কয়েকটি গ্রামের মানুষ। ভেঙে পড়েছে সেতুটির বিভিন্ন অংশ।

এই সেতুটির  ভগ্নপ্রায় অবস্থার জন্য সমস্যায় পড়েছেন এলাকার কৃষকেরা। ভ্যান-রিক্সা চলাচলের অযোগ্য হয়ে যাওয়ার কারণে ঘুর পথে সবজি নিয়ে যেতে হচ্ছে তাদের। তারা দাবী করছেন যাতে সেতুটি দ্রুত মেরামত করা হয়।

গ্রামবাসীদের কথায় প্রায় বছর দুই আগে কংক্রিটের সেতুটি বর্ষার কারণে ভেঙে পড়ে। প্রশাসন তখন সাময়িক যাতায়তের জন্য পাশের কাঠের সেতুটি তৈরি করে দিয়েছিল। কিন্ত আজও নতুন করে সেতু তৈরির ব্যপারে কোন পদক্ষেপ শুরু না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট