প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ভাঙড়ে ধান ও সবজি চাষে ক্ষতির আশঙ্কা


শুক্রবার,২৬/১০/২০১৮
523

সাদ্দাম হোসেন মিদ্দে---

দক্ষিণ ২৪ পরগণা: বুধবারের আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষিপ্রধান ভাঙড়ে ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সেখানকার কৃষকরা। কলকাতা লাগোয়া ভাঙড় ১ ও ভাঙড় ২ ব্লক সবজি চাষে সারা রাজ্যে অগ্রণি ভূমিকা পালন করে। কলকাতা, বিধাননগর ও নিউটাউন মূলত ভাঙড়ের কৃষিজাত দ্রব্যের উপর নির্ভরশীল। গুনগতমান ও স্বাদে সুনাম রয়েছে ভাঙড়ের সবজির।

ইদানিং রাজ্য সরকারের উদ্যোগে ভিনরাজ্যে পাড়ি জমাচ্ছে এখানকার সবজি। এমনকি কৃষি বিপনন দপ্তরের সহায়তায় বিদেশেও রপ্তানির  সুযোগ রয়েছে। ভাঙড়ে প্রায় সব ধরনের সবজি চাষ হয়ে থাকে।বর্তমানে মূলত ফুলকপি চাষটাই বেশি। ফুলকপি চাষ করেই অধিক লাভবান হন এখানকার কৃষকরা।

বুধবারের ঝড় ও শিলা বৃষ্টিতে তাই মাথায় হাত তাদের। আকস্মিক বৃষ্টির পরেই রোদ উঠতে থাকার কারণে ফুলকপি, বেগুনসহ অন্যান্ন সবজি গাছ শুকিয়ে মারা যেতে পারে বলে চাষিভাইদের আশঙ্কা। পাশাপাশি ধানগাছ গুলি পেকে এসেছে। এবার পালা ধান কেটে ঘরে তোলার। শিলা বৃষ্টি ও ঝড়ের কারণে ধানগাছ গুলোর পাকা ধানে মই পড়ার মতো অবস্থা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট