বড়ঞাঃ বড়ঞা থানার বৈদ্যনাথপুর গ্রামে বৃহস্পতিবার সকালে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। মৃত গৃহবধূ নাম সাদেকা বিবি (২৩)। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, তিন বছর আগে সৌদি আরব যাবে বলে স্ত্রী সাদেকা বিবির সমস্ত সোনার গহনা বন্দক দেন একটি সোনার দোকানে স্বামী মফিজুল সেখ। পাঁচ মাস আগে স্বামী বাড়ি ফিরে আসে সৌদি আরব থেকে কিন্তু বাড়ি ফিরেও বন্ধক দেওয়া সোনার গহনা না ছাড়ানো নিয়ে অশান্তির সুত্রপাত। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়িতে গৃহবধূ সাদেকা বিবি উপর শারিরীক ও মানসিক নির্যাতন করে মুখে বিষ ঢেলে দেওয়া হয় পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন শ্বশুর বাড়ির সদস্যরা। ঘটনার জেরে বাপের বাড়ি সদস্যরা বড়ঞা থানায় স্বামী মফিজুল সেখ, শ্বশুর আতাহার মীর সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ।
বৃহস্পতিবার সকালে এক গৃহবধূকে খুনের অভিযোগ
বৃহস্পতিবার,২৫/১০/২০১৮
544
বাংলা এক্সপ্রেস---