ফরাক্কাঃ ফারাক্কা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় হাজারপুর এলাকার এক ব্যাক্তির বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির ভেতর থেকে ১০১টি চোরাই মোটরসাইকেলএবং ২০৪টি সাইকেল উদ্ধার করে। তাঁর মধ্যে ৬১টি মোটর বাইকের নম্বরে কোন মিল খুজে পাওয়া যায়নি। উদ্ধার হওয়া সাইকেলের মধ্যে বেশ কিছু সবুজ সাথী প্রকল্পের সাইকেলরয়েছে বলে জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক পলাশ দাস নামে ওই ব্যক্তিকে। পলাশ এই কাজের মূল পাণ্ডা বলে পুলিস জানতে পেরেছে। স্থানীয়দের বক্তব্য অভিযুক্ত পলাশ তাঁর বাড়িতে দীর্ঘদিন ধরে কেনাবেচা ও বন্ধক ব্যবসায়ী কারবার চালায়। পুলিস সূত্রে জানা গিয়েছে রবিবার ধৃতকে বিশেষ আদালতে তোলা হলে ৭দিনের পুলিস হেফাজতের আবেদন জানাবে তারা।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় হাজারপুর এলাকার এক ব্যাক্তির বাড়িতে অভিযান
রবিবার,২১/১০/২০১৮
397
বাংলা এক্সপ্রেস ---