বহরমপুর বাবুপাড়া সার্বজনীন দূর্গৎসব কমিটির থিম “রাভার দেশে”


বৃহস্পতিবার,১৮/১০/২০১৮
530

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ– বহরমপুর বাবুপাড়া সার্বজনীন দূর্গৎসব কমিটির থিম “রাভার দেশে”। প্রাচীন আদিবাসীদের জীবনী এই থিমের মধ্যেমে তুলে ধরা হয়েছে। এখানকার প্রতিমাও তৈরী হয়েছে রাভার আদলে। ইংরেজদের চেয়েও আগে এই রাভার ভারত বর্ষে বসবাস করেন। বাবুপাড়া এবার আসামের প্রান্থ থেকে তুলে এনেছে একঝাক রাভা সম্প্রদায়ের মানুষকে। তারাই এই মন্দির প্রাঙ্গণে নাচ, গান এবং দৈনন্দিন জীবন যাত্রার চিত্র তুলে ধরেছেন। বিশ্ববাংলার পক্ষ থেকে মুর্শিদাবাদে গ্রীন পুজো হিসাবে রাভার দেশকে প্রথম স্থান দেওয়া হয়েছে। প্রচুর দর্শনার্থী এদিন লাইন দিয়ে আদিবাসীদের নাচ, গান উপভোগ করেছেন। আসাধারন পরিবেশ মানুষকে মুগ্ধ করেছে বলে জানান দর্শনার্থীরা। ষষ্টির দিন রাত্রে অসংখ্য মানুষ প্রতিমা দেখার জন্য ভিড় জমান।

https://youtu.be/7avRifxgSRk

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট