দুর্গোৎসবকে কেন্দ্র করে সামাজিক কাজ


মঙ্গলবার,১৬/১০/২০১৮
661

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- দুর্গাপূজার কয়েকটা দিন নানা ধরনের সামাজিক কাজ দাঁতন ব্লক এ।উপস্থিত ছিলেন দাঁতন ব্লক এর বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, শৈবাল গিরি ও প্রমূখ নেতৃত্ব।দাঁতন ব্লক এর সার্বজনীন দুর্গোৎসব এর বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ থেকে কোথাও দুষ্ট মেধাবী ছাত্র-ছাত্রীদের পুস্তক বিতরণ আবার কোথাও গরিব দিন দুঃখীদের বস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হয়।দাঁতনের কোর্ট বাজার এলাকায় অভিযান সংঘ,এছাড়া ও দাঁতনের সরাই বাজার নতুন বাজার এর বিভিন্ন সার্বজনীন দুর্গোৎসব এর সাংস্কৃতিক মঞ্চ থেকে এই ধরনের সামাজিক কর্মসূচি করেন এলাকার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধানসহ প্রমূখ ব্যক্তিত্ব।পাশাপাশি দাঁতন ২ ব্লকের এ খাকুর্দা জাগরণ সঙ্গেও এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিক্রম চন্দ্র প্রধান শৈবাল গিরি সহ প্রমুখ ব্যক্তিত্ব।পাশাপাশি এই দিন অনুষ্ঠান মঞ্চ গুলো থেকে সমস্ত মানুষকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন সকলে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট