পুজো সেজে উঠেছে খড়গপুর 


শনিবার,১৩/১০/২০১৮
669

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:-  পূজো আর কদিন বাকি ,এরই মধ্যে সেজে উঠেছে খড়গপুর পৌরসভার আইআইটি উড়ালপুল l,উড়ালপুলটিকে খরগোপুর পৌরসভার পক্ষ থেকে আলোকমালায় সাজানো হচ্ছে আর উদ্যোগ নেওয়া হয়েছে পুরো খড়গপুর কে সিসি ক্যামেরা সিসিটিভি ক্যামেরার মুড়ে ফেলার l যাতে কোন দুর্ঘটনা বা চুরি ছিনতাই হলে সহজে প্রতিরোধ করা যায় l পৌরসভা চেয়ারম্যান প্রদীপ সরকার জানিয়েছেন , মানুষ আনন্দ উপভোগ করুন কিন্তু অপরে যেন নিরানন্দ না হয় l সবার উৎসব আনন্দে কাটুক,এই কামনা করি। সেভ ড্রাইভ, সেভ লাইফ, এই শ্লোগান দিয়ে সমস্ত জায়গায় প্রচার করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট