তুষারেন্দু কবি স্মৃতি চ্যালেঞ্জ ট্রফির খেলায় চ্যাম্পিয়ন বামনপুকুর হাইস্কুল


শনিবার,১৩/১০/২০১৮
488

হাবিব উল ইসলাম---

মিনাখাঁ: পর্বতারোহী তুষারেন্দু কবি স্মৃতি চ্যালেঞ্জ ট্রফির খেলায় পরপর দুই বার চ্যাম্পিয়ন হলো উত্তর 24 পরগনার মিনাখাঁ ব্লকের বামনপুকুরিয়া এস এম এম হাইস্কুল ও রানার্স হলো বাছড়া এম সি এইচ হাইস্কুল ।

মিনাখাঁ ব্লক আন্ত: বিদ্যালয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় বামনপুকুর হাইস্কুল টাইব্রেকারে 3-2 গোলে বাছড়া এম সি এইচ হাইস্কুলকে পরাজিত করে । নির্ধারিত সময়ের মধ্যে কোনো স্কুলই গোল করতে পারেনি ।

অন্যদিকে, এদিন বসিরহাটের অন্যতম সেরা বামনপুকুরিয়া এস এম এম হাইস্কুলে মিনি ইনডোর গেমস কমপ্লেক্সের উদ্বোধন করেন স্থানীয় মিনাখাঁ বিধানসভার বিধায়ক ঊষারাণী মন্ডল । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলি , বিশিষ্ট সমাজসেবী মৃত্যুঞ্জয় মন্ডল প্রমুখ ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট