ত্রিপুরা: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী অজয় তামতা এবং বস্ত্র মন্ত্রণালয়ের অধিকর্তা বলরাম কুমার আজ মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্নমূলক সাক্ষাৎকারে মিলিত হন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অজয় তামতাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা গ্রহণের পর কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অজয় তামতা এবং অধিকর্তা বলরাম কুমার রাজ্যের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্পের বিষয়ে মত বিনিময় করেন।
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী অজয় তামতা সৌজন্নমূলক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
শনিবার,১৩/১০/২০১৮
602
প্রসেনজিৎ দাস---