রাজ্য মন্ত্রীসভায় ফের রদবদল


শনিবার,১৩/১০/২০১৮
808

বাংলা এক্সপ্রেস ---

কলকাতা: রাজ্য মন্ত্রী সভায় ফের রদবদল। পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে আরও একটা দফতর চলে গেলো। বিজ্ঞান ও প্রযুক্তি দেওয়া হল ব্রাত্য বসুকে।ব্রাত্য বসুর হাতে ছিল বায়ো টেকনোলজি দফতর। তার সাথে তাকে দেওয় হল বিজ্ঞান ও প্রযুক্তি দফতরও।

মন্ত্রীসভায় আবার রদবদল। বাড়ানো হল ব্রাত‍্য বসুর দায়িত্ব। বায়ো টেকনোলজির সঙ্গে জুড়ে দেওয়া হল বিজ্ঞান ও প্রযুক্তি দফতর। এই বিজ্ঞান ও প্রযুক্তি দফতর ছিল পার্থ চট্টোপাধ্যায় এর হাতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট