ডোমকল স্পোটিং ক্লাবের এবছরের পুজোর থিম “দিল্লীর লাল কেল্লা”


শুক্রবার,১২/১০/২০১৮
474

বাংলা এক্সপ্রেস---

ডোমকলঃ ডোমকল স্পোটিং ক্লাবের এবছরের পুজোর থিম “দিল্লীর লাল কেল্লা”। বৃহস্পতিবার সারা দিন তিতলির প্রভাবে জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। সেই বৃষ্টিকে উপেক্ষা না করে “দিল্লীর লালকেল্লা” এর শুভ উদ্বোধন করলেন বাংলার চলচিত্র নায়িকা শুভশ্রী গাঙ্গুলী, সঙ্গে ছিলেন চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুর থেকে ডোমকলের উদ্দেশ্যে রওনা দেন তারা। সেখানে স্পোটিং ক্লাবের মাঠে কড়া পুলিসি পাহারার মধ্যে দিয়ে পুজোর শুভ উদ্বোধন করেন।

প্রদীপ প্রজ্বলন করে এবং ফিতে কেটে মন্দিরে প্রবেশ করেন দুই অভিনেতা অভিনেত্রী। সঙ্গে ছিলেন পুজো উদ্যোক্তা ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন। ৩৪বছরের এই পুজোতে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন থিম হয়েছে। কখনো পার্লামেন্ট, কখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং কখনো লোটাস টেম্পল। এদিন প্রচুর দর্শনার্থীর ভিড় ছিল শুভশ্রীকে দেখার জন্য। এই প্রথম জেলায় দ্বিতীয়ায় পুজোর উদ্বোধন শুরু হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকল এস ডি পি ও মাকসুদ হোসেন, ডোমকল থানার ওসি নিহার রঞ্জন রায় সহ অন্যান্য সম্মানীয় ব্যাক্তিরা।

https://youtu.be/rjJZo9mCRY8

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট