বেলডাঙ্গা ,মুর্শিদাবাদ : মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মানুষের পাশে থাকার চেষ্টা করেন সকল সময় সেটা পরিষ্কার হল আর একবার । আর তাই বেলডাঙ্গার সাধারণ মানুষের সুবিধার কারনে দুটি বাসের উদ্বোধন করলেন তিনার স্নেহধন্য শুভেন্দু অধিকারীর হাত দিয়ে, বেলডাঙ্গা রেলবাজার থানার পাশে।এই বাসটি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর কর্তৃক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। এই বাস দুটি বেলডাঙ্গা হইতে পুরুলিয়া ও বেলডাঙ্গা হইতে দীঘা যাইবে। সরকারী বাস পরিষেবার শুভ উদ্বোধন এর সঙ্গে সঙ্গে পথ নিরাপত্তার লক্ষ্যে SAFE DRIVE , SAVE LIFE কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন ও পরিবেশ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ।
বেলডাঙ্গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর স্নেহধন্য শুভেন্দু অধিকারী হাতে দুইটি সরকারি বাসের শুভ উদ্বোধন
শুক্রবার,১২/১০/২০১৮
438
মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল---