কলকাতা: দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে পুড়ে ছাই হয়ে গেল একটি পুজো মন্ডপ। ব্রহ্মপুর সম্মেলনি সংঘের পুজো মন্ডপেরর কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। মন্ডপে বসে গিয়েছিল প্রতিমাও। এখানকার পুজোর থিম ছিল “দৃষ্টদান”। মন্ডপ আগুনে পুড়ে যাওয়ায় মাথায় হাত উদ্যোক্তাদের। হাতে আর সময় নেই, কিভাবে নতুন করে পুজোর আয়োজন হবে তা ভেবে পাচ্ছেন না উদ্যোক্তারা। কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে তা জানা যায়নি। দমকলের প্রাথমিক ধারনা বিড়ি বা সিগারেটের আগুন থেকে এই ঘটনা ঘটতে পারে।
বাঁশদ্রোণীতে পুড়ে গেল পুজো মন্ডপ
বুধবার,১০/১০/২০১৮
871
বাংলা এক্সপ্রেস---