চোলাই মদ তৈরীর সামগ্রী সহ একজনকে আটক করলো আবগারী দপ্তর ও ডেবরা পুলিশ


মঙ্গলবার,০৯/১০/২০১৮
469

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর :- গোপন সুত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার অন্তর্গত লোয়াদা থেকে চোলাই মদ তৈরীর সামগ্রী সহ একজনকে আটক করলো আবগারী দপ্তর ও ডেবরা পুলিশ। ধৃত ব্যক্তির নাম অশোক কিশোরী। আবগারী দপ্তরের এক আধিকারিক জানান, আমাদের কাছে খবর ছিল লোয়াদা এলাকার ঐ ব্যক্তি অবৈধ ভাবে চোলাই মদ তৈরীর জন্য মহুয়া, ইস্ট বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করে সেগুলি অন্যত্র পাচার করছে। সেই মতো আমরা আজ তল্লাশী চালিয়ে পাচার করার আগেই প্রায় সাড়ে ১৭ কুইন্টাল মহুয়া এবং বেশ কয়েক কেজি ইস্ট বাজেয়াপ্ত করলাম।

পাশাপাশি অশোক কিশোরী নামের ঐ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। চোলাই মদ তৈরীর জন্য এইসব সামগ্রী ব্যবহার হয়। এগুলি অন্যত্র পাচার করতে যাচ্ছিলো ধৃত ব্যক্তি। তপন মাইতি নামে কেশিয়াড়ির এক ব্যক্তিও অবৈধ ভাবে এই ধরনের কারবার চালাচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ আছে। আমরা তারও খোঁজ চালাচ্ছি। চোলাই মদ তৈরীর সামগ্রী সহ লরিটিকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট