কলকাতা: আর খাঁচায় বন্দী নয়, নীল আকাশে যাও উড়ে। এমনই বার্তা এবারের ভাবনায়। নাম দেওয়া হয়েছে মুক্তি। সিম্বলিক খাঁচা, পাখিকে দেখানো হয়েছে। অসাধারণ শিল্প নৈপুণ্য দেখিয়েছেন শিল্পী। দর্শকদের নজর কাড়বে এবারের এই সৃষ্টি।
ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির পুজোর থিম “মুক্তি”
মঙ্গলবার,০৯/১০/২০১৮
616
বাংলা এক্সপ্রেস---