প্রসেনজিৎ দাস, আগরতলা, ত্রিপুরা –পুজোর কাজ নিয়ে শরিক দুই দল বিজেপি-আইপিএফটির মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের প্রভাব রবিবার সকাল থেকে স্পষ্ট লক্ষ করা যাচ্ছে। জানা গেছে এই সংঘর্ষে এখন পর্যন্ত দুই দলের কমপক্ষে ১৩ জন কর্মকর্তা গুরতরভাবে আহত হয়েছেন।জানা গেছে, বর্তমানে আহতদের কমলপুর হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে বিজেপি কর্মীদের দেখতে গিয়ে আইপিএফটি কর্মীদেরহাতে আক্রান্ত হয়েছেন পঞ্চায়েত সচিব।জানা গেছে, কমলপুর বিধানসভা কেন্দ্রের পানবোয়া ভিলেজ পঞ্চায়েতে পুজোর কাজ নিয়ে বিজেপি এবং আইপিএফটি কর্মী-সমর্থকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন শরিক দুই দলের কর্মকর্তাদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। এতে কম করে উভয় দলের প্রায় ১৩ জন কর্মকর্তা আহত হয়েছেন। এই সংঘর্ষে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকার মানুষদের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে। সংঘর্ষের ফলে সাধারণ মানুষ দোকানপাট বন্ধ করে গৃহমুখী হয়ে যান।উত্তেজনাপ্রবণ এলাকায় টিএসআর এবং অন্যান্য নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে সংঘর্ষ বন্ধ হয়। যদিও এলাকায় এই খবর লেখা পর্যন্ত চাপা ক্ষোভ বিরাজ করছে উভয় দলের কর্মকর্তাদের মধ্যে। এদিকে রবিবার সকাল থেকে কমলপুর বিধানসভা কেন্দ্রের পানবোয়া ভিলেজ এলাকা নিস্তব্ধ হয়ে পড়েছে। দোকানপাট সে রকম খুলেনি বলে জানা গেছে।
ত্রিপুরায় বিজেপি – আইপিএফটি সংঘর্ষ
সোমবার,০৮/১০/২০১৮
583
বাংলা এক্সপ্রেস ---