কলকাতা: কলকাতা জনপ্রিয় পূজা গুলির মধ্য শ্রীভুমি স্পোটিং ক্লাবের পূজা অন্যতম।আগামীকাল সন্ধ্যা থেকেই সেখানে মানুষের ঢল নেমেছে। কলকাতার রাজপথে নেমেছে অজস্র মানুষ। পুজো শুরু।বর্নময় আলোকসজ্জার পাশাপাশি রয়েছে সুন্দর কারুকার্যের সাথে প্রস্তুত তাদের প্যান্ডেল। শুধু তাই নয় তাদের পূজার উদ্বোধন হয়েগেছে ইতিমধ্য। ভীড় জমিয়েছেন অজস্র মানুষ।শহরতলি অন্যতম সেরা পূজা এটি।এবারেও এই ক্লাবের প্রতিমা নজর কাড়বে দর্শক দের তা নিয়ে আশাবাদি এই ক্লাবের কর্মকর্তারা।
শ্রীভুমি স্পোটিং ক্লাবের এবারের পূজা
রবিবার,০৭/১০/২০১৮
787
বাংলা এক্সপ্রেস---