হুগলির শেওড়াফুলিতে জিআরপি হেপাজতে ধৃতের মৃত্যু


শনিবার,০৬/১০/২০১৮
567

সুমন করাতি---

হুগলি: হুগলির শেওড়াফুলিতে জিআরপি হেপাজতে ধৃতের মৃত্যু৷ মৃতের নাম অমর মাহাতো৷ জিআরপি হেপাজতে ব্যাপক মারধরের জেরে প্রাণ হারিয়েছে অমর মাহাতো বলে দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে৷পুলিশ সূত্রে জানা যায়,  শেওড়াফুলি স্টেশন চত্বরে একটি ছোট্ট দোকান ছিল অমর মাহাতোর৷ ওই দোকানের আড়ালেই চোলাই মদ বিক্রি করত সে৷

সেই অভিযোগে শুক্রবার রাতে অমরকে গ্রেপ্তার করে শেওড়াফুলি জিআরপি৷ রাতভর জিআরপি হেপাজতেই ছিল অমর৷ পরিবারের অভিযোগ, স্টেশন লাগোয়া এলাকায় দোকান হওয়ায় প্রায়শই টাকা চাইত রেলপুলিস৷ কিন্তু সেই টাকা দিতে না চাওয়ায় অমরকে রেলপুলিস শুক্রবার রাতে তুলে নিয়ে যায়৷ শনিবার ভোররাতে অমরের বাড়িতে খবর দেওয়া হয়, জিআরপি লকআপেই সে অসুস্থ হয়ে পড়েছে৷ রেল হাসপাতালে পৌঁছান পরিবারের লোকেরা৷ চিকিৎসকরা তখন জানান, অমর মারা গিয়েছে৷ মৃতের পরিবারের দাবি, চোলাই মদের ব্যবসা অমর করত না৷

তোলা দিতে না চাওয়ায় রেলপুলিস তাকে তুলে নিয়ে যায়৷ শুক্রবার রাতে জিআরপি হেপাজতে থাকাকালীন অমরকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ৷ তার জেরেই সে মারা গিয়েছে বলে দাবি আত্মীয়দের। হাওড়া জিআরপি–র নির্দেশে গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই অমরের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট