পশ্চিম মেদিনীপুরে মাল বোঝাই লরির পেছনে লরির ধাক্কা, আহত চার


শনিবার,০৬/১০/২০১৮
480

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- মাল বোঝাই লরির পেছনে লরির ধাক্কায় আহত হলেন চারজন। কেশিয়াড়ি থানার কলাবনীতে ৬০ জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে শুক্রবার মাঝরাতে ওডিশাগামী আলু বোঝাই লরি সামনে থাকা অপর একটি মাল বোঝাই লরির পেছনে ধাক্কা মারে। মাল বোঝাই লরিটি সড়কের ধারে নেমে একটি ক্লাব ঘর ও একটি দোকান ঘরের মধ্যে ঢুকে যায়। ধাক্কার তীব্রতা এতটাই ছিল আলু বোঝাই লরিটি অন্য লেনে চলে আসে। দুর্ঘটনায় বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় রাত থেকে কলাবনী এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শনিবার সকাল পর্যন্ত। আহতদের উদ্ধার করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট