কোর কমিটির বৈঠকে দলীয় নেতাদের উদ্দেশ্যে কি নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় !


শুক্রবার,০৫/১০/২০১৮
876

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: শুক্রবার তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে দলীয় নেতাদের উদ্দেশ্যে উঠে এসেছে একাধিক নির্দেশ।
উৎসব ও নির্বাচন নিয়ে মমতা বলেন “উৎসবের দিন যাতে ভালভাবে কাটে তার মধ্যে দেখতে হবে। দিল্লি অশান্তি লাগাতে পারে। তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। উৎসব সবার, ধর্ম আলাদা আলাদা।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কেউ কেউ fake নিউজ দিচ্ছে তা যেন কেউ গুরুত্ব না দেয়। দাঙ্গা লাগানো বিজেপির কালচার এর জবাব মানুষ দেবে এটা আমরা মানুষের উপর ছেড়ে দিচ্ছি। আমরা গণতন্ত্রের পূজারী মানুষের কাছে আবেদন করছি। একটিও ভোট যেন বিজেপি না পায়।

ভয় দেখিয়ে কিছু করা যায় না, মানুষের আশীর্বাদ নিয়ে দল এখানে আছে। এরা বাংলার ভালো চায় না তারা ষড়যন্ত্র করছে। এটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

https://youtu.be/DTix1pLkWYM

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট