দক্ষিণ ২৪ পরগনার দলীয় সভাপতির পদ হারালেন মেয়র শোভন চট্টোপাধ্যায়


শুক্রবার,০৫/১০/২০১৮
678

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: দলে গুরুত্ব কমল মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূলের সভাপতি পদ খোয়ালেন তিনি। শুক্রবার তৃণমূল ভবনে দলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বেশ কিছু অগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন। তিনি জানান, দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি করা হয়েছে শুভাশীষ চক্রবর্তীকে। পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়।

জেলার সাংগঠনিক কাজে সহযোগিতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া নদীয়া জেলায় পার্থ চট্টোপাধ্যায় পর্যবেক্ষক পদে থাকলেও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে।পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলারও বাড়তি দায়িত্বে শুভেন্দু অধিকারী থাকছেন। কোচবিহার জেলার বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দক্ষিণ দিনাজপুরের বাড়তি দায়িত্বে ফিরহাদ হাকিম।

https://youtu.be/lhdh38Ad_6E

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট