ফের এটিএম প্রতারনা হুগলীতে


শুক্রবার,০৫/১০/২০১৮
543

সুমন করাতি---

হুগলী: ফের এটিএম প্রতারনা হুগলীতে। এবারে ঘটনাস্থল উত্তরপাড়া থানার কোন্নগর। কোন্নগর বাসাই অটোস্ট্যান্ডের বাসিন্দা রিঙ্কু চক্রবর্তীর ব্যাঙ্ক অফ বরোদার বাসাই শাখায় অ্যাকাউন্ট রয়েছে। বৃহস্পতিবার গৃহবধু রিঙ্কুদেবীর পাশবই অাপডেট করতে গিয়েই চোখ চড়কগাছ। তিনি দেখেন দিন কয়েক আগেই তার অ্যাকাউন্ট থেকে কেউ ১০ হাজার টাকা তুলে নিয়েছে। যা তোলা হয়েছে এটিএমের মাধ্যমে। কিন্তু এটিএম কার্ড তো তার কাছেই রয়েছে। তিনি ছাড়া আর কেউ কার্ড নাম্বারও জানেনা। তবে কি করে সম্ভব হলো? এই প্রশ্নই রিঙ্কুদেবীর মাথায় ঘুরপাক খেতে থাকে। পরে সম্ভিত ফিরতে তিনি বুঝতে পারেন যে তিনি কোনভাবে এটিএম প্রতারনার শিকার হয়েছেন। পরে তিনি এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট