রোগীর আত্মীয় সেজে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে রোগীর আত্মীয়দের কাছ থেকে সর্বস্ব লুঠ করলো দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে নদীয়া কৃষ্ণনগর সদর হাসপাতালে। প্রতিদিনের মতো গত কাল রাত্রে হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়রা হাসপাতালে বিশ্রাম নিচ্ছিল। এক ব্যক্তি রোগীর আত্মীয়ের পরিচয় দিয়ে সম্পর্ক তৈরি করে অপেক্ষারত অন্যান্য রোগীর আত্মীয়দের সাথে। এরপরই মাদক মেশানো ঠান্ডা পানীয় চারজনকে খাওয়ায়। ঠান্ডা পানীয় খাওয়ার পরই বেহুঁশ হয়ে পড়ে চার ব্যক্তি। গভীর ঘুমে বেহুস হয়ে পড়ে। এরপরই রোগীর আত্মীয়দের কাছে থাকা মোবাইল এবং টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনা জানাজানি হতেই হাসপাতাল থেকে খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত খোয়া যাওয়া জিনিস পত্র এবং টাকা উদ্ধার করতে পারেনি।
রোগীর আত্মীয় সেজে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে রোগীর আত্মীয়দের কাছ থেকে সর্বস্ব লুঠ করলো দুষ্কৃতী
বৃহস্পতিবার,০৪/১০/২০১৮
415
বাংলা এক্সপ্রেস ---