বহরমপুরঃ চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশু মৃত্যুর অভিযোগ বহরমপুরে একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। সদ্যজাত মৃত শিশুর পরিবারের অভিযোগ রবিবার সন্তান সম্ভবা মৌসুমী বিশ্বাস জলঙ্গী থানার নরসিংহপুর গ্রাম থেকে এসে বেসরকারী নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। রবিবার রাতে যমজ কন্যা সন্তানের জন্ম দেন মৌসুমী দেবী। তারপর থেকে মৌসুমী বিশ্বাসের পরিবারকে কোন সময়ের জন্য একসাথে যমজ সন্তানকে দেখানো হয়নি। এক সঙ্গে দেখানোর জন্য বারবার অনুরোধ করলেও এক বারের জন্যও দেখানো হয়নি বলে অভিযোগ। বুধবার সন্ধ্যায় মৌসুমী দেবীর পরিবারকে হাসপাতাল কতৃপক্ষ জানায় যে তাদের একটি সন্তান মারা গেছে। এই ঘটনার কথা শোনার পরেই পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে যায়। তারা জানায় হাসপাতাল কতৃপক্ষ তাদেরকে বোকা বানানোর জন্য মরা বাচ্চাটি রেখে সুস্থ বাচ্চাটিকে বারবার দেখাচ্ছিল তারা। তাদেরকে বলা হয়েছিল বাচ্চা দুটি NICU তে আছে। পরিবারের লোকের অভিযোগ কতৃব্যরত চিকিৎসক ঠিকঠাক চিকিৎসা না করে বাচ্চাটিকে মেরে ফেলেছে। এই ঘটনায় হাসপাতাল চত্ত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে বহরমপুর থানার বিশাল পুলিস বাহিনী ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়। মৃত শিশুর বাবা কিংকর বিশ্বাস জানান তারা এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করবেন।
চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশু মৃত্যুর অভিযোগ
বৃহস্পতিবার,০৪/১০/২০১৮
457
বাংলা এক্সপ্রেস---