বিরল প্রজাতির এ মাছটির দাম ৩০ হাজার মার্কিন ডলার


বৃহস্পতিবার,০৪/১০/২০১৮
3629

বাংলা এক্সপ্রেস---

বিরল প্রজাতির এ মাছটির দাম ৩০ হাজার মার্কিন ডলার। লাল- সাদা রঙের এ মাছটি ভোজন রসিকদের কাছে অনেক প্রিয়।প্লাটিনাম আরওয়ানা : এ মাছটির দাম চার লাখ মার্কিন ডলার। এটি হোয়াইট আরওয়ানা নামেও পরিচিত। মাছটি এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন দেশে এটি পাওয়া যায়।ফ্রেসওয়াটার পোলকা ডট স্ট্রিংয়ে : সুন্দর এই মাছটিকে তাইওয়ানে পাওয়া যায়। এ মাছটির দাম এক লাখ মার্কিন ডলার।পেপারমিন্ট অ্যাঞ্জেলফিস : বিরল প্রজাতির লাল-সাদা রঙের এ মাছটির ৩০ হাজার মার্কিন ডলার।

ব্লেডফিন বাসলেট : ছোট্ট সুন্দর মাছটি ক্যারিবিয়ান উপকূলে পাওয়া যায়। এই মাছের দাম দশ হাজার মার্কিন ডলার। গোল্ডেন বাসলেট : প্রশান্ত মহাসাগরে এই মাছটি পাওয়া যায়। এর দাম ৮ হাজার মার্কিন ডলার। নেপচুন গ্রুপার : হলুদ, গোলাপী ও কমলা রঙের এই মাছের দাম ৬ হাজার মার্কিন ডলার। অস্ট্রেলিয়ান ফ্ল্যাটহেড পার্চ : বিরল ট্রল প্রজাতির মাছটি অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এই মাছের দাম পাঁচ হাজার মার্কিন ডলার। রট আয়রন বাটারফ্লাই ফিস : এটি প্রায় ৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। সুদৃশ্য মাছটিকে জাপানে পাওয়া যায়। এর একটি মাছের দাম তিন হাজার মার্কিন ডলার। ক্ল্যারিয়ঁ অ্যাঞ্জেলফিস : মেক্সিকো উপকূলে এই বিরল প্রজাতির এই মাছ পাওয়া যায়। এই মাছটির দাম আড়াই হাজার মার্কিন ডলার। ক্যান্ডি বাসলেট : ক্যারিবিয়ান উপকূলে এই মাছটি দেখা য়ায়। এর দাম এক হাজার মার্কিন ডলার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট